মন্ত্রিপরিষদ বিভাগের ২২ নম্বর কক্ষের বরাদ্দের ক্ষেত্রে সাধারণ সেবা শাখার অনলাইন অনুমোদন প্রয়োজন হবে।

347 বিটকয়েনের মূল্য কত?ক্রিপ্টো ওয়ালেট কম ফিব্লকচেইন লেনদেন অনিশ্চিত

মন্ত্রিপরিষদ বিভাগে বর্তমানে ০৪ টি সভাকক্ষ রয়েছে। তন্মধ্যে ৩০৪ নং কক্ষে মন্ত্রিসভা বৈঠক ও মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সভাপতিত্বে বিভিন্ন সভা/কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া ০২ নম্বর ভবনের ২২ নম্বর কক্ষ, পরিবহন পুল ভবনের ১০০৫ এবং ৮০০ নম্বর কক্ষে এ বিভাগের বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাকক্ষগুলিতে বিভিন্ন সভার তারিখ ও সময় অনলাইন পদ্ধতিতে নির্ধারণের লক্ষ্যে ইনোভেশন টিমের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরের মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স অধিশাখা হতে আইসিটি সেলের সহযোগিতায় সভাকক্ষ বরাদ্দ ব্যবস্থাপনা সিস্টেম প্রস্তুত করা হয়েছে।
এই অনলাইন সিস্টেমে সহজে, দ্রুততর সময়ে ও দ্বৈততা পরিহার করে সভাকক্ষ বরাদ্দ দেওয়া যায়। এছাড়া বিভিন্ন সভার তারিখ, সময় ও স্থান সম্পর্কে সহজেই অবহিত হওয়া যাবে। অংশগ্রহণকারীকে এসএমএস ও ইমেইলে সভার তথ্য প্রেরণ করা যাবে।

  

গ্রিড ক্রিপ্টো বন্ধ

Cabinet Meeting

বিটকয়েন ক্র্যাশ হবে

ক্রিপ্টো মৌলিক

Cabinet Meeting

ডোনাল্ড ট্রাম্প ন্যাশভিলে বিটকয়েন সম্মেলনে উপস্থিত হন

শিবা ইনুর কয়েন 1000 ডলারে পৌঁছাবে

Cabinet Meeting

COINBASE ফোন নম্বর USA